রকিবুল ইসলামের কয়েকটি কবিতা
সাথীহীন!
কোন অভিযোগ করিনি কভু,
রাখিনি কোন অনুযোগ তব তরে।
বেসেছিনু শুধুই ভালো,
পাইনি,চাইনি তার প্রতিদান।
শত অভিমানেরা নেই তবু,
প্রশ্নরা সকলি আজি গিয়েছে বিফলে।
নিভেছে প্রদীপের আলো,
চাওয়া-পাওয়ারা নেই এখন।
দু:খের ছোঁয়া পেয়েছি শুধু,
ছুটিনি যদিও নব জীবনের খোঁজে।
স্বপ্নরা ছিল অগোছালো,
তথাপি চলেছি পথ ভয়-ডরহীন।
দু:খ আমার প্রিয় বন্ধু,
সুখ যে আসেনি আদৌ মোর দ্বারে।
পাইনি খোঁজ আজো,
জীবনের নিয়মে চলিছে জীবন।
মহাকালের কোন এক ক্ষণে!!
মহাকালের কোন এক ক্ষণে!
থেমে যাবে সব কোলাহল।
বইবে না স্রোতস্বিনী তটিনী,
উন্মুক্ত হবে স্মৃতির কপাট।
মহাকালের কোন এক ক্ষণে!
থমকাবে জীবনের সব আয়োজন।
ডাকবেন প্রভু ওপারে যেতে,
চলে যাব, মানবোনা পিছুটান।
মহাকালের কোন এক ক্ষণে!
নিভে যাবে জীবন প্রদীপ।
যম রাত্রি আসবে ভূমে,
আমায...