রোবটপাড়ায় সঙ্কট
লেখক: ধ্রুব নীল
ধরন: রম্য রচনা
প্রসঙ্গ: পদ্মা সেতুর নির্মাণ কাজে মানুষের কাটা মাথা লাগবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণাকে কুচক্রী মহলের গুজব বলে জানিয়েছে সেতু প্রকল্প কর্তৃপক্ষ।
খবরের লিংক
‘বাবা হাজারখানেক চার্জ দাও। দোকানে যাব। একটা সুপারকনডাকটর খাওয়া লাগবে। একটা অ্যাটমিক অ্যাপ বানাচ্ছি তো।’‘পপ-২৪৬! এসব করতে মানা করেছি না! উল্টোপাল্টা খেলে পরে তোর হার্ডডিস্কে ব্যথা করবে!’‘একটা সুপার খেলে কিছু হবে না বাবা!’‘আহা! আমাদের সময় চল্লিশ মিলিঅ্যাম্পিয়ার চার্জে কী সুন্দর আইসি পাওয়া যেত! এখনকার এসব সুপারকনডাকটরে..।’‘কথায় কথায় ছেলেকে তোমাদের সময়ের গল্প শোনাবে না! বরং ওকে সাবধানে থাকতে বলো। রোবটধরা বের হয়েছে।’গিন্নির কথায় এ কালে ফিরে এলেন বজ-৪৫ মডেলের বাবা রোবট।‘অ্যাঁ! পপকে ধরবে কেন? কে ধরবে! কেন ধরবে!’‘খবর কিছু রাখো! আন্তঃগ্যালাক্টিক স্পেস-টাইম সেতু তৈরি হচ্ছে আমাদের রোবটপ...