জীবনের অবসান!
রকিবুল ইসলাম আমি চেয়েছি হতে নিরুদ্দেশ, নিতে চেয়েছি ছুটি। চেয়েছি পালাতে জীবন থেকে, চেয়েছি অনন্তর-নিরন্তর মুক্তি। মিশতে চেয়েছি আকাশ-জমিনের মিলনস্হলে, ডুবতে চেয়েছি সাগর-নদীর মোহনায়। মিলিত হতে চেয়েছি ভূ-ত্বকের ধূলিকণায়, হারাতে চেয়েছি গগণের নীলিমায়। ঘণ-গাঢ় সবুজ বনানী ডাকে আমায়, দর্শণার্থে তার নিঝুম সৌন্দর্য! ভীতসন্ত্রস্ত অসহায় আমার মননকে অনুপ্রেরণা যোগাতে অগ্রসর হয়ে আসে লক্ষ-কোটি জোনাকির সংঘ। অগণিত…