ফাগুন দিনে

আসাদুজ্জামান খান মুকুল  আসছে ফাগুন লাগছে আগুন  শিমুল পলাশ ডালে, সখী ছাড়া আমি সারা এমন ফাগুন কালে! ফুটিছে ফুল প্রকৃতি কুল লাল হয়েছে দূরে, কোকিল ডাকে বিটপশাখে কুহু কুহু সুরে। ফুটছে কলি উড়ছে অলি গুণগুণে গান করে, বিহার করে ফুলের পরে  দেখি নয়ন ভরে। দখিনা বায় উতলা হায় করছে পরানখানি, এমন ক্ষণে নাই যে সনে…