
মায়ের পরশ
আব্দুস সাত্তার সুমন
মায়ের পরশ মিষ্টি মিষ্টি ভীষণ ভালো লাগে,
মায়ের আঁচল বুকের ভেতর অনুভূতি জাগে।
মায়ের ঘ্রাণ শীতল করে মনের ভিতর ব্যথা,
আদর মাখা হাতটি দিয়ে বুলায় যখন মাথা।
আব্বু আম্মু বলে ডাকে আঁকড়ে ধরে যখন,
মায়ার বাঁধনে জড়িয়ে রাখে শান্তি পাই তখন।
পরশ দিয়ে আগলে রাখে পূর্ণ করে চাওয়া,
মা হলে স্বর্গ মনি বেহেস্ত থেকে পাওয়া।
মায়ের পরশ সবার সেরা তুলনা যে নাই,
মায়ের মত এই জগতে পরশ কোথায় পাই?...