বুদ্ধির রাজা

–এম. আব্দুল হালীম বাচ্চু শমসের মিয়া বুদ্ধির রাজাকথায় কথায় বলেঅহংকারে নেচে নেচেভেংচি কেটে চলে!এটা জানে ওটা জানেসেলিব্রিটি যেন,মাঝে মাঝে ভেবে মরিএত বুদ্ধি কেন! নিজের বেলায় ষোলোআনাশূন্য পরের বেলায়আবার দেখি মেতে ওঠেছলচাতুরী খেলায়!কথার জালে দেয় ফাঁসিয়েটের পাওয়া যায় পরেনষ্ট বুদ্ধি সাজানো তারমাথার স্তরে স্তরে! হাসি দিয়ে দেয় গলিয়েইচ্ছে যখন হয়হাসির অর্থ বোঝার পরেলাগে ভীষণ ভয়!বুদ্ধির জোরে…

একুশের দিন

-এম. আব্দুল হালীম বাচ্চু বাংলা ভাষায় জীবনের গান দরদ দিয়ে গাই বাংলা ছাড়া মনের মতো ভাষা কোথাও নাই। সকল শহিদ স্মরণ করি ফেব্রুয়ারি এলেই ইতিহাসের পাতা উল্টাই একটু সুযোগ পেলেই। একুশের দিন আন্দোলনের ছবিগুলো আঁকি একুশের দিন শহিদ মিনার ফুলে ফুলে ঢাকি। একুশের দিন বিশাল বিশাল কর্মসূচি করি একুশের দিন শোক প্রকাশে শোকের প্রতীক পরি।…