স্বাধীনতার তরে

আসাদুজ্জামান খান মুকুল বাংলা আমার জন্মভূমি বাংলা আমার ভাষা, এই দেশেতে বসত করে মিটাই সকল আশা। আমার দেশে শাসন করে পাকশাসকে এসে, মায়ের ইজ্জত হরণ করে হত্যা করে শেষে। দীর্ঘ বছর করতে শাসন করে তারা ফন্দি, জুলুমবাজের অত্যাচারে বাংলা তখন বন্দি! মুখের ভাষা কেড়ে নিতে  পণ করে যে তারা, বাঙালি তাই প্রতিরোধে হচ্ছে পাগলপারা! বীরবাঙালি…

যুদ্ধের গল্প

বিরহী ফাগুন 

আসাদুজ্জামান খান মুকুল গগনে গগনে ফাগুনের বাণী  বাগানে ফুলের ডালি. সাথীহারা মনে শূন্যতা তবু রয়ে যায় এক ফালি। ফুলে ফুলে কতো সেজেছে ফাগুন  সুর ঝংকার বাজি, বিরহীর প্রাণ করে আনচান  সখা যে এলোনা আজি! পলাশ ফুলের রাঙ্গা আগুনে  পুড়ে দুখিনীর বুক, মৌ বনে অলি ফুলের বিহারে বেড়ে যায় আরো দুখ! রাখালের বাঁশি দূর মাঠে  বাজে…

ফাগুন দিনে

আসাদুজ্জামান খান মুকুল  আসছে ফাগুন লাগছে আগুন  শিমুল পলাশ ডালে, সখী ছাড়া আমি সারা এমন ফাগুন কালে! ফুটিছে ফুল প্রকৃতি কুল লাল হয়েছে দূরে, কোকিল ডাকে বিটপশাখে কুহু কুহু সুরে। ফুটছে কলি উড়ছে অলি গুণগুণে গান করে, বিহার করে ফুলের পরে  দেখি নয়ন ভরে। দখিনা বায় উতলা হায় করছে পরানখানি, এমন ক্ষণে নাই যে সনে…

যুদ্ধ চালাও কলমযোদ্ধা

আসাদুজ্জামান খান মুকুল  যুদ্ধ চালাও কলম যোদ্ধা  যেথা অন্যায় ছল, ঝড় তুলে দাও অসন্তোষের দক্ষ বীরের দল। কাব্যধারার অগ্নিশিখায় পোড়ো শয়তান চেলা, ছারখার করো ভণ্ডামি আর ভাওতাবাজির খেলা! উৎপীড়কের দহন জ্বালায় যেথায় মানুষ কাঁদে, প্রলয় নৃত্য উঠাও সেথায়  ফেলতে পীড়ক ফাঁদে! তপ্ত লেখায় হোকনা ধরায় ধর্ষকের মান হানি, বজ্রের ন্যায়ে আঘাতটা তার মৃত্যুকে দিক্ আনি! তরুণ লেখক…