
মায়ের মুখ
অপু বড়ুয়া
আমার যত স্বপ্ন আশা
আমার যত বুকের ভাষা
জীবন জুড়ে আমার যত
সুখের কলরব
সবই আমার মাকে নিয়ে
মাকে নিয়েই সব।
আমি যখন পদ্য লিখি
যখন করি গান
তালপুকুরে হল্লা পরে
যখন করি স্নান।
তখন আমার হৃদয়জুড়ে
থাকে মায়ের মুখ
মা-ই আমার নিত্যদিনের
স্বপ্ন সোহাগ সুখ। ...