Monday, December 1
Shadow

Tag: ফাগুন

ফাগুন দিনে

ছড়া
আসাদুজ্জামান খান মুকুল  আসছে ফাগুন লাগছে আগুন  শিমুল পলাশ ডালে, সখী ছাড়া আমি সারা এমন ফাগুন কালে! ফুটিছে ফুল প্রকৃতি কুল লাল হয়েছে দূরে, কোকিল ডাকে বিটপশাখে কুহু কুহু সুরে। ফুটছে কলি উড়ছে অলি গুণগুণে গান করে, বিহার করে ফুলের পরে  দেখি নয়ন ভরে। দখিনা বায় উতলা হায় করছে পরানখানি, এমন ক্ষণে নাই যে সনে আমার মনের রানি। আমার প্রিয়া মনটি নিয়া কোথায় গেলি শেষে ? ভালোবাসা করো খাসা ফাগুন দিনে এসে! গ্রাম- সাভার  পোস্ট - হেমগঞ্জ বাজার  উপজেলা - নান্দাইল জেলা - ময়মনসিংহ ...