আজব দেশের ধাঁধার গল্প
‘ও কি জ্ঞান হারিয়েছে?’‘আরে নাহ, জ্ঞান হারানোর ভাণ করে পড়ে পড়ে ঘুমুচ্ছে। দেখছো না মুখটা কেমন হা করে রেখেছে।’যাকে উদ্দেশ্য করে বলা হল, সে কিন্তু কথাগুলো ঠিকই শুনেছে। কিন্তু চোখ মেলার সাহস হল না তার। কেননা কথাগুলো কোনো মানুষের গলা দিয়ে বের হয়নি। বলছে দুটো পাখি। চোখের ফাঁক দিয়ে ওদের খানিকটা দেখে নিল অন্তু। দেখতে…