স্বপ্নের সাইকেল
কয়েকদিন যাবৎ অঝোর বৃষ্টি গোটা শহর জুড়ে। মেঘাচ্ছন্ন আকাশ।কতদিন সূর্যের মুখ দেখা হয় না মনে নেই।পীনপতন নীরবতা বিরাজমান শহরের অলিগলিতে।এমন এক মখমলে দিনে আসিফ মুখ ভার করে বসে আছে।তার ভীষণ রকমের মন খারাপ।কারণ তার বাবা আবদার রাখেনি তার।আজ সেই প্রতীক্ষিত দিন যে দিনে বাবা তাকে সাইকেল কিনে দিবে বলেছিল।এই দিনের অপেক্ষায় সে কতো রাত নিদ্রাহীন থেকেছে।কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি আজ।
আসিফের বাবা রিক্সাচালক।ঢাকার রায়ের বাজারে দীর্ঘ ১৬ বছর সে রিক্সা চালায়।অসীম অভাব আর টানাপোড়নের মধ্য দিয়ে দুই সন্তানকে নিয়ে তার সংসার চলে যাচ্ছিল কোনোরকম।আসিফের একটা ছোট বোন আছে। তার নাম আফিয়া। আফিয়া তৃতীয় শ্রেণীর ছাত্রী। দুরন্ত স্বভাবের মেধাবী একজন মেয়ে। গত পরীক্ষা সে সেকেন্ড হয়েছে।সেজন্য তার প্রচুর মন খারাপ হয়েছিল।তাই এবার সে ভালোভাবে পড়াশোনায় মনোনিবেশ করেছে।এবার তাকে ফার্স্ট হতে হবে।
বিকেল পেরিয়ে সন...