মায়ের পরশ

আব্দুস সাত্তার সুমন  মায়ের পরশ মিষ্টি মিষ্টি ভীষণ ভালো লাগে, মায়ের আঁচল বুকের ভেতর অনুভূতি জাগে। মায়ের ঘ্রাণ শীতল করে মনের ভিতর ব্যথা, আদর মাখা হাতটি দিয়ে বুলায় যখন মাথা। আব্বু আম্মু বলে ডাকে আঁকড়ে ধরে যখন, মায়ার বাঁধনে জড়িয়ে রাখে শান্তি পাই তখন। পরশ দিয়ে আগলে রাখে পূর্ণ করে চাওয়া, মা হলে স্বর্গ মনি…

বাংলা ছড়া ও কবিতা

খুকির ঋণ

জাকির সেতু পড়ছে খসে মুক্তা মণি  পড়ছে খসে হার পড়ছে খসে পাখির ডানা রুখবে সাধ্য কার! অন্ধকারে শুয়ে আছে আমার ছোট্ট আলো সুখের ঘুমে এই ধরাতে আছে সে যে ভালো! কেমন করে কাটাই আমি সুখের রাত্রি দিন বিষণ্নতা ভরে গেছে, তোমার দেওয়া ঋণ।  যোগাযোগ- জাকির সেতু  গ্রাম : নাগডেমরা  উপজেলা : সাথিয়া  জেলা : পাবনা