বিজন বেপারী
কী যে একটা অবস্থা ভাই
বাংলা সিরিয়ালে
নায়কগুলো ধনীর দুলাল
আটকা পড়ে জালে।
দৌড়ের উপর বিয়ে সাদী
হঠাৎ করে হয়
নাইকাগুলো চ্যাটাং চ্যাটাং
একলা সকল কয়।
গরীব ঘরের গুনী মেয়ে
ছরি ঘুড়ায় এসে
সব জানে আজ ঘরের বধূ
পুরুষগুলোর দেশে।
সব সিরিয়াল একই ধাজের
বাপ ছেলেতে দ্বন্দ্ব
শ্বাশুড়ি আর বৌমা হলো
তার চেয়েও মন্দ।
এই সিরিয়াল দেশ বিদেশে
মুড়ির মতো চলে
মা মাসিদের কারো আবার
চক্ষু ভেজে জলে।
ঝালকাঠি সদর, ঝালকাঠি, বরিশাল