একুশের দিন
-এম. আব্দুল হালীম বাচ্চু বাংলা ভাষায় জীবনের গান দরদ দিয়ে গাই বাংলা ছাড়া মনের মতো ভাষা কোথাও নাই। সকল শহিদ স্মরণ করি ফেব্রুয়ারি এলেই ইতিহাসের পাতা উল্টাই একটু সুযোগ পেলেই। একুশের দিন আন্দোলনের ছবিগুলো আঁকি একুশের দিন শহিদ মিনার ফুলে ফুলে ঢাকি। একুশের দিন বিশাল বিশাল কর্মসূচি করি একুশের দিন শোক প্রকাশে শোকের প্রতীক পরি।…