ঘোড়ার ডিম
নকুল শর্ম্মা
বুল্টির মা বুল্টিকে মামলেট বানিয়ে দিবে যেই ডিম খানা ফাটালো ওমা এ কী কাণ্ড লাফ দিয়ে বেরিয়ে এলো একটা তরজাজা ছানা।মুরগির ছানা দেখে তো বুল্টির মায়ের চোখ ছানাবড়া। ডিম,হায় রে! ডিম, ডিম নিয়ে ঘটে গেলো আজগুবি সব কাণ্ড কারখানা।
বুল্টির মা তখন রেগেমেগে বুল্টির বাবাকে বলছে আর কোনো ডিম পেলে না বুঝি? কী ডিম এনেছো পয়সা দিয়ে বাজার থেকে? বুল্টির বাবা মুখ ভেংচিয়ে বললো আর কোন ডিম আনব,ঘোড়ার ডিম?
কথা মুখ থেকে বেরুতে না বেরুতেই বুল্টির ছোট ভাই বলে বসলো আমি ঘোড়ার ডিম খাবো। এই হলো গিয়ে,,, মরার উপর খাড়ার ঘা। ছেলের বায়না ঘোড়ার ডিম তার লাগবেই। কোনোভাবেই ওকে সামলানো যাচ্ছে না।বাবা,শেষ পর্যন্ত বলতে বাধ্য হলো ঘোড়ার ডিম গঞ্জের হাট ছাড়া কোথাও পাওয়া যায় না। ছেলে নাছোড়বান্দা, সে ঘোড়ার ডিম খেতে গঞ্জের হাটেই যাবে।
কী আর করা, যেই কথা সেই কাজ।বাবা ছেলেকে নিয়ে বিকেলে গঞ্জের...