আব্দুস সাত্তার সুমন

একদিনের কথা। শীতের নরম রাত।
আকাশে চাঁদটা যেন হেসে তাকিয়ে আছে।
খোকা আর খুকু মায়ের পাশে বসে গল্প শুনছিল।
হঠাৎ খুকু বলল,
আম্মু, কাল নতুন বছর। আমরা কি পটকা ফুটাবো?
আম্মু বললেন,
না সোনা, মুসলমানরা পটকা ফুটিয়ে নয় ভালো কাজ দিয়ে নতুন বছর শুরু করে।
খোকা চোখ বড় করে বলল,
ভালো কাজ মানে কী আম্মু?
আম্মু আদর করে বললেন,
ভালো কাজ মানে আল্লাহ যেটা পছন্দ করেন।
আম্মু খোকা-খুকুর হাতে একটা ছোট খাতা দিলেন।
খাতার নাম:
“নেক আমলের খাতা”
আম্মু বললেন,
আগে পুরোনো বছরের ভুলগুলো লেখো।
খোকা লিখল,
নামাজে দেরি করেছি।
মিথ্যা কথা বলেছি।
রাগ করেছি।
পড়া ফাঁকি দিয়েছি।
পাখির দিকে ঢিল ছুঁড়েছি।
খুকুর চোখে পানি এসে গেল।
আল্লাহ কি আমাদের রাগ করবেন?
আম্মু বললেন,
না সোনা, আল্লাহ খুব দয়ালু। ভুল বুঝলে তিনি খুশি হন।
পরের পাতায় খোকা লিখল:
আমরা পটকা বাজাবো না।
ফানুস জ্বালাবো না।
সব সময় সত্য কথা বলবো।
কারো হক নষ্ট করবো না।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো।
আল্লাহর কথা বন্ধুদের বলবো।
গাছ লাগাবো।
পাখি, বিড়ালকে খাবার দেবো।
গরিব মানুষকে সাহায্য করবো।
নতুন বছরে দান-ছদকা করবো।
মারামারি করবো না।
পড়াশোনা মন দিয়ে করবো।
ঠিকমতো নতুন বছরের পাঠ্য বই পড়বো।
ছোটদের আদর করবো।
বড়দের সম্মান করবো।
আব্বু-আম্মুর কথা শুনবো।
খুকু হাত তুলে বলল,
আমি আল্লাহর জন্য ভালো মেয়ে হবো।
ভোরে আজানের ধ্বনি ভেসে এলো।
খোকা-খুকু উঠে অজু করল।
বাবার সাথে ফজরের নামাজ পড়ল।
নামাজ শেষে বাবা বললেন,
আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন, যে ভালো নিয়ত করে।
দিনের বেলা খোকা-খুকু বাড়ির পাশে একটা গাছ লাগাল।
খুকু বলল,
এটা আমাদের সদকায়ে জারিয়া হবে, না?
বাবা হেসে বললেন,
হ্যাঁ মা, যতদিন গাছ থাকবে, সওয়াব চলতে থাকবে।
রাস্তায় এক গরিব চাচা বসে ছিলেন।
খোকা নিজের জমানো টাকা দিয়ে তাকে রুটি কিনে দিল।
চাচা দোয়া করলেন,
আল্লাহ তোমাদের জান্নাত দান করুন।
রাতে খুকু আকাশের দিকে তাকিয়ে বলল,
ভাইয়া, আজ কোনো পটকার শব্দ নেই, তবু মনটা খুব খুশি।
খোকা বলল,
কারণ আমরা আজ আল্লাহকে খুশি করেছি।
চাঁদ যেন নরম গলায় বলল,
যে শিশু আল্লাহকে খুশি করে, তার জীবনও সুন্দর হয়।
নতুন বছর মানে নতুন ভালো কাজ।
আল্লাহ সত্যবাদী শিশুদের ভালোবাসেন।
দান করলে আল্লাহ খুশি হন।
বাবা-মার কথা মানা জান্নাতের পথ।
