খুকির ঋণ

জাকির সেতু

happy smiling father and daughter dancing

পড়ছে খসে মুক্তা মণি 

পড়ছে খসে হার

পড়ছে খসে পাখির ডানা

রুখবে সাধ্য কার!

অন্ধকারে শুয়ে আছে

আমার ছোট্ট আলো

সুখের ঘুমে এই ধরাতে

আছে সে যে ভালো!

কেমন করে কাটাই আমি

সুখের রাত্রি দিন

বিষণ্নতা ভরে গেছে,

তোমার দেওয়া ঋণ। 

যোগাযোগ-

জাকির সেতু 

গ্রাম : নাগডেমরা 

উপজেলা : সাথিয়া 

জেলা : পাবনা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *