আসাদুজ্জামান খান মুকুল
বাংলা আমার জন্মভূমি বাংলা আমার ভাষা,
এই দেশেতে বসত করে মিটাই সকল আশা।
আমার দেশে শাসন করে পাকশাসকে এসে,
মায়ের ইজ্জত হরণ করে হত্যা করে শেষে।
দীর্ঘ বছর করতে শাসন করে তারা ফন্দি,
জুলুমবাজের অত্যাচারে বাংলা তখন বন্দি!
মুখের ভাষা কেড়ে নিতে পণ করে যে তারা,
বাঙালি তাই প্রতিরোধে হচ্ছে পাগলপারা!
বীরবাঙালি স্বাধীন হতে অস্ত্র হাতে নিলো,
বুকের রক্ত ঢেলে দিয়ে বিজয় এনে দিলো।
যাঁদের ত্যাগে পেলাম আমরা স্বাধীন স্বদেশ ভূমি,
শ্রদ্ধাতে হই মাথা নতো তাঁদের চরণ চুমি!
স্বাধীনতায় খুশির বীণ আজ বাজে হৃদয় মাঝে!
লাল সবুজের পতাকাটা উড়ে সকাল-সাঁঝে।
বাংলা এখন স্বাধীনরাষ্ট্র সকলেই তা মানে,
স্বনির্ভর এক দেশ হিসাবে বিশ্ববাসী জানে।
গ্রাম- সাভার
পোস্ট – হেমগঞ্জ বাজার
উপজেলা – নান্দাইল
জেলা – ময়মনসিংহ