মোঃ আশতাব হোসেন
নব যৌবন প্রাপ্ত
জীর্ণ বৃক্ষ বুড়া,
আকাশে রং ছড়ায়
পলাশ কৃষ্ণচূড়া।
কোকিল ছড়িয়ে দেয়
রাজ আসার বাণী,
বৃক্ষ শাখে ঘুরে ঘুরে
মিস্টি কুহু ধ্বনি।
প্রকৃতির সদস্য শুনে
আনন্দে দোল খায়,
আঁচল ভরে বাতাস
সৌরভ বিলায়।
গ্রাম :ইসলামাবাদ, ডাকঘর বলদিয়া
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম