Site icon গল্প

সৌরভ বিলায়

মোঃ আশতাব হোসেন

নব যৌবন প্রাপ্ত 

জীর্ণ  বৃক্ষ বুড়া,

আকাশে রং ছড়ায়

পলাশ কৃষ্ণচূড়া।

কোকিল ছড়িয়ে দেয়

রাজ আসার বাণী,

বৃক্ষ শাখে  ঘুরে ঘুরে 

মিস্টি কুহু ধ্বনি।

প্রকৃতির সদস্য শুনে

আনন্দে দোল খায়,

আঁচল ভরে বাতাস

সৌরভ বিলায়।

গ্রাম :ইসলামাবাদ, ডাকঘর বলদিয়া 

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম 

Exit mobile version