Site icon গল্প

শরৎ রাতে 

বাংলা ছড়া ও কবিতা

শাহীন খান 

শরৎ  রাতে ঘুম আসে না চোখে

ইচ্ছে করে যাই হারিয়ে দূরে

মনটা মাতাই রাখাল বাঁশির সুরে

যে যা বলে বলুক পাড়ার লোকে। 

শরৎ রাতে তারার সাথে খেলি

জোনাক পোকা থাকে না নিশ্চুপ

রূপকাহিনি গল্প শুনি খুব 

পরির সাথে ভাবের পাখা মেলি। 

শরৎ রাতে জোছনা ঢালে চাঁদ

গুনগুনিয়ে ওঠে আমার মন

মনকে বলি পাগলা আমার শোন

প্রকৃতির কাছে নেনা আর্শীবাদ।

শরৎ রাতে শিউলি বেলীর ঘ্রাণ

ঘ্রাণে ঘ্রাণে উদাস আমার মন

বুকের ভেতর কি যে আলোড়ন

গাছের তলে চায় যে যেতে প্রাণ। 

শরৎ রাতে হঠাৎ মেঘের ডাক

পুলকিত হৃদয় আমার ফের

বৃষ্টি এলে সুখটা আমাদের

সজীব হবে ফুল ফসল আর শাক। 

।।।।।।।।

বানারীপাড়া 

বরিশাল 

Exit mobile version