Site icon গল্প

মন চায়

আকাশের পাখিরা


আব্দুস সাত্তার সুমন

মন চায় দুরন্ত ঘোড়া হতে
ছুটে চলা বাতাসের মতো ছুটতে,
মন চায় পাখির মত উড়তে
উড়ন্ত পাখির মত ডানা মেলে ঘুরতে।

মন চায় শীতল স্রোতে ভাসতে
মন চায় প্রাণ খুলে হাসতে,
মন চায় মেঠো পথে চলতে
মন চায় প্রাণ খুলে বলতে।

মন চায় আকাশের মেঘে ভাসি
মন চায় অচিনপুরের থাকি দিবানিশি,
মন চায় ফুলকে ভালোবাসি
মনে চায় নাতিশীতোষ্ণ হতো বারোমাসি।

মন চায় যুগ যুগান্তরে একই সাথে থাকি
মন চায় শিশির ভেজা পরশ সকালে মাখি,
মন চায় সুন্দরকে ধরে রাখি
মন চায় প্রভু প্রেমে আমি শুধু ডাকি।

ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ

Exit mobile version