Site icon গল্প

নদী ও শূন্যতা

হাসান মাহমুদ

নদী শুকিয়ে যায়, জেগে উঠে চর,

শূন্যতার হাহাকার আমার ভিতর।

নিঃশব্দ এখানে জোছনা ও জলের গান,

হু হু করে কেঁদে উঠে বিরহির প্রাণ।

জল হারালে যেমন মরে পাথারের আশ্রয়,

বিরহী প্রাণের তেমনি হচ্ছে ক্ষয়।

নদীর শূন্যতা করে হাহাকার—

শুনতে কি পাও গভীরের সে চিৎকার?

ঢেউয়ের মতো স্মৃতি আসে, আবার মিলায় দূরে,

মনের ভেতর জাগে ব্যথা, করুন সেই সুরে।

জোছনা ও জলের মিলন, জোয়ারে ভরে নদী,

শান্ত হতো বিরহীর প্রাণ, ভালোবাসতে যদি।

শুকনো নদী আমার মতো, বুকের ভেতর তারও ক্ষত,

জোছনা-জলের মিলন হবে—বিরহ আমার অবিরত।।

Exit mobile version