Site icon গল্প

এই যে দুনিয়া

রকিবুল ইসলামের কবিতা বাঁচবো মরণে

      নার্গিস আক্তার 

এই যে দুনিয়া কেউ কারো নয়।

মিথ্যা এই দুনিয়া চলছে বাতাসে।

মানুষ ঘুরতে বাতাসের তালে

থাকিবে না বাতাস যেতে হবে দুনিয়া ছেড়ে।

পড়ে রইবে মাটির ঐ অন্ধকার ঘরে।

যাবেনা কিছু তোমারি সঙ্গে।

পড়ে থাকবে তোমার দুনিয়াদারি।

মাটির দেহ ধরবে ঘুনে পচে যাবে সারা শরীর।

দেখিবে না কেউ থাকিবে না কেউ পাশে।

এই যে দুনিয়া মিছা দুনিয়া

সময় যাচ্ছে যে চলে ঘড়ির কাটার মতো।

সময় থাকতে করো তোমরা দুনিয়াদারি।

নার্গিস আক্তার 

গোপালগঞ্জ, ইসলাম পাড়া বাংলাদেশ

Exit mobile version