Site icon গল্প

মায়ের মুখ 

অপু বড়ুয়া 

আমার যত স্বপ্ন আশা 

আমার যত বুকের ভাষা 

জীবন জুড়ে আমার যত 

সুখের কলরব 

সবই আমার মাকে নিয়ে 

মাকে নিয়েই সব। 

আমি যখন পদ্য লিখি 

যখন করি গান 

তালপুকুরে হল্লা পরে 

যখন করি স্নান। 

তখন আমার হৃদয়জুড়ে 

থাকে মায়ের মুখ 

মা-ই আমার নিত্যদিনের 

স্বপ্ন সোহাগ সুখ। 

Exit mobile version