Site icon গল্প

রোজা রাখবে খোকা খুকি 

নার্গিস আক্তার 

রমজানের ঐ চাঁদ উঠল হেসে 

খোকা খুকি খুশি 

রোজা রাখবে খোকা খুকি 

সেহরী খাবে বেশি। 

ছোটবেলায় আকাশে চাঁদ 

উঠতো যখন ভেসে 

ঘুম পড়তাম না সারারাত 

রোজা রাখব হেসে। 

মায়ে- বাবা বলতেন ডেকে 

ভাত খাও তিন বেলা 

একদিনে রোজা হবে তিনটা

 কেটে যেত  বেলা।

খুশির আনন্দে দিন হত শেষ 

এই ছিল রোজার খেলা

প্লেট ভরে খাবার নিতাম 

ভোর রাতের বেলা।

গোপালগঞ্জ, ইসলাম পাড়া, বাংলাদেশ 

Exit mobile version