Site icon গল্প

মা আসিয়া!

Bangla Golpo

রকিবুল ইসলাম

ও মা! মাগো!
ও মা আসিয়া!
তাহলে এটাই ছিল তোমার মনে?
ছেড়েই যদি যাবে বেলা শেষে,
মিছিমিছি পাষাণ হৃদয়কেও কেন হার মানালে!
কেন তোমার জন্য কাঁদবে গোটা জাতি?
এরা তো বর্বর! এরা তো নরপশু,পাষণ্ড!
আইয়ামে জাহেলিয়াত তুমি তো দেখনি, আমরাও দেখিনি।
তবে, তোমার সাথে হলো যেটা, এদের কাছে,,,
ওই বর্বর যুগও বোধকরি হার মেনেছে।
তুমি তো মারা যাওনি মাগো!
মওলার উদ্দেশ্যে তোমার এই স্বর্গীয় যাত্রা নাড়া চিরকাল দিয়ে যাবে,
অক্ষিপুঞ্জ নি:সৃত নোনা জলের অঝোর ধারা কিছু মনুষত্বহীন সীমারের মরুময় বুকে উপহার দিয়ে গেলে।
এই বিবেক বিসর্জিত জাতিকে চিরকাল অপরাধী তুমি করে গেলে।
তোমার অতৃপ্ত আত্মার দোঁহায়!ক্ষমা করো না মা এদেরকে।
এরা যেন এহেন পৈশাচিক সুখ নিয়ে সারাটি জীবন গুমড়ে কেঁদে মরে।
ভয়াল সেই বিচারের দিন ঘনাবার পূর্বেই বার বার যেন দাহ হয় দোজখের অসহনীয় অনলে।
ওদের আত্মা, ওদের বিবেক যেন ওদেরকে ক্ষমা না করে।
ভালো থেকো মা চিরনিদ্রায় সায়িত হয়ে ওপারে,
জান্নাতের খুশবু নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে।

Exit mobile version