Site icon গল্প

রঙিন স্পন্দন

তাসনিম মীম

শীতের শুষ্কতা কাটিয়ে এলো নতুন পল্লব

 কুঁড়ি ও ফুলের মেলা, 

 চারিদিকে আজ রঙ্গিন বসন্তের শোভা। 

গাছে গাছে নতুন পাতা

 শিমুল পলাশের লাল আভা,

শিহরিত করে  মন কৃষ্ণচূড়ার ঐ লাল দোলনা। 

বসন্ত মানেই জীবনের স্পন্দন 

প্রকৃতির নবজাগরণ,

 গান ও কবিতার মোড়ক উন্মোচন

 ভালোবাসা ও কাঙ্খিত স্বপ্নের  যেন পুনরুজ্জীবন। 

বসন্ত মানেই প্রকৃতির ক্যানভাসে রঙের ছোঁয়া,

 জীবনের প্রতিটি কোনায় কোনায় নতুন আলোর আশা।

 পলাশের আগুন আর কোকিলের গান, 

সৌরভ আর মৃদুমন্দ বাতাসে 

কবিতা ফিরে পায় নতুন প্রাণ।

রং, গন্ধ, সুর আর স্পর্শ, বসন্ত যেন

 জীবনের সবটুকু আনন্দের এক মহামিলনক্ষেত্র। কৃষ্ণচূড়ার মতো স্বপ্নগুলো হয়ে উঠুক রঙ্গিন 

কোকিলের সুরের মতো প্রতিটা জীবন হোক সুরেলা এটাই বসন্তের প্রতি আমার বন্দনা।।

Exit mobile version