রকিবুল ইসলাম
“মা”য়ের একফোঁট দুধের দাম,কাঁটিয়া গায়েরও চাম!
পাপস বানাইলেও ঋণের শোধ হবেনা।
এমন দরদী ভবে কেউ হবে না আমার মা-গো।”
পৃথিবীর সকল “মা”কে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে অজস্র,অপরিসীম,অকৃত্রিম,সুগভীর সন্মান ও শ্রদ্ধা।
প্রসবকালীন সময়ে জন্মদাত্রী “মা”য়ের শরীর থেকে বের হওয়া প্রতিটি রক্তবিন্দু,প্রতিটি যন্ত্রণা,প্রতিটি বেদনার বিনিময়ে আজকের আপনি,আমি,আমরা।
আমাদের স্বার্থেই “মা” হয়েছেন বীরাঙ্গনা। আমাদের তরেই বিলিয়ে দিয়েছেন তার দেহের এক,এক ফোটা দুগ্ধ বিন্দু,বিসর্জন দিয়েছেন সকল সাধ,আহ্লাদ,
কামনা-বাসনা।
নিজের সকল চাওয়া-পাওয়াকে দিয়েছেন বিসর্জন, করেছেন সন্তানের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা সদা।
ভুলেছেন নিজের মুখে খাবার তোলার কথা,
দিয়েছেন তুলে খাবার আমাদের মুখে নিজে অভুক্ত থেকে “মা”।
সন্তানের স্বার্থে তার জীবনটাই অকাতরে বিলিয়ে গেলেন যে “মা”,
তাকে জানাই সশ্রদ্ধ সালাম,অনাগত ভবিষ্যতের জন্য শুভকামনা,তার মর্মপীড়ার জন্য সমবেদনা।
ধরণীর সকল “মা”য়ের জন্য রইল আশীষ এবং দুঃখ ভোলার মিনতি সদা।
প্রতিটি “মা” যেন ভাল থাকে আজীবন করি এই প্রত্যাশা।
সন্তান যেমন লালিত-পালিত হয় তার “মা”য়ের ভালবাসায়,তেমনি সকল “মা”বেঁচে থাক নিয়ে তার সন্তানের বিনম্র শ্রদ্ধা ও ভালবাসা।