Site icon গল্প

বুদ্ধির রাজা


এম. আব্দুল হালীম বাচ্চু

শমসের মিয়া বুদ্ধির রাজা
কথায় কথায় বলে
অহংকারে নেচে নেচে
ভেংচি কেটে চলে!
এটা জানে ওটা জানে
সেলিব্রিটি যেন,
মাঝে মাঝে ভেবে মরি
এত বুদ্ধি কেন!

নিজের বেলায় ষোলোআনা
শূন্য পরের বেলায়
আবার দেখি মেতে ওঠে
ছলচাতুরী খেলায়!
কথার জালে দেয় ফাঁসিয়ে
টের পাওয়া যায় পরে
নষ্ট বুদ্ধি সাজানো তার
মাথার স্তরে স্তরে!

হাসি দিয়ে দেয় গলিয়ে
ইচ্ছে যখন হয়
হাসির অর্থ বোঝার পরে
লাগে ভীষণ ভয়!
বুদ্ধির জোরে অনেককিছুই
করতে থাকে দাবি
সরল মনে আমরা তবু
কুটুম-কুটুম ভাবি!

ভালো সেজে এমন মানুষ
ঘুরছে অনেকেই
ঘুরতে ঘুরতে কেটে পড়ে
স্বার্থ ফুরালেই!

ঠিকানা: কাচারীপাড়া পাবনা- ৬৬০০

Exit mobile version