Site icon গল্প

বিরহী ফাগুন 

আসাদুজ্জামান খান মুকুল

গগনে গগনে ফাগুনের বাণী 

বাগানে ফুলের ডালি.

সাথীহারা মনে শূন্যতা তবু

রয়ে যায় এক ফালি।

ফুলে ফুলে কতো সেজেছে ফাগুন 

সুর ঝংকার বাজি,

বিরহীর প্রাণ করে আনচান 

সখা যে এলোনা আজি!

পলাশ ফুলের রাঙ্গা আগুনে 

পুড়ে দুখিনীর বুক,

মৌ বনে অলি ফুলের বিহারে

বেড়ে যায় আরো দুখ!

রাখালের বাঁশি দূর মাঠে  বাজে

কত সুমধুর সুরে,

বিরহীর মনে বিষাদ লহরী 

সখা আছে বহু দূরে!

যার তরে কাঁদে সেই মথুরায়

শুনেনি যে তার কথা,

বসন্ত প্রেম ঝাপটিয়ে মরে

বুঝাবে সে কারে ব্যথা!

নান্দাইল, ময়মনসিংহ

Exit mobile version