বাংলাদেশের রোজা

আব্দুস সাত্তার সুমন

অন্য দেশের রমজান আসে ইবাদতের জন্য,

বাংলাদেশে রমজান আসলে ব্যবসায়ীরা ধন্য।

প্রথম দশদিন নিত্য পণ্যের ব্যবসায়ীদের হাতে,

কাপড় ব্যবসাহী দ্বিতীয় দশক উসুল করবে তাতে।

পরিবহন মালিকপক্ষ তৃতীয় দশক কেনা,

দ্বিগুণ টাকায় টিকিট বেচে সিন্ডিকেটের সেনা।

বাংলাদেশের রমজান আসে মজুদ করার জন্য,

ডুপ্লিকেট আর কেমিক্যালে অস্বাস্থ্যকর পণ্য।

সারা বছর লসের লাগাম ধরবে এই মাসে,

বাংলাদেশের ব্যবসায়ীরা ছাড় দেয় না লাশে।

ঢাকা ক্যান্টনমেন্ট বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *