Site icon গল্প

নারী দিবসের ছড়া: নারীর সম্মান 

বিজন বেপারী

 

জন্ম তোমার আরব নেপাল 

এই পৃথিবীর মাঝে 

দেখছো আলোক নয়নাভিরাম 

কৃতিত্ব কার? মা যে।

তুমি আর আমি মায়ের কোলে যে

জন্ম থেকেই আছি

দশ মাস দশ দিন, কত ব্যথা 

মায়ের কৃপায় বাঁচি।

তিনিই আসল বিধাতা তোমার 

আল্লাহ ভগবান 

তিনিই আবার নারী শক্তির

দূর্গা মূর্তিমান।

নারীদের তাই সম্মান দেই

পথে ঘাটে হাটখোলা 

নতুবা বেইমান তুমি যে রবে

অসভ্য এক পোলা।

বিজন বেপারী , ঝালকাঠি সদর, ঝালকাঠি 

Exit mobile version