Site icon গল্প

একুশের দিন

-এম. আব্দুল হালীম বাচ্চু

বাংলা ভাষায় জীবনের গান

দরদ দিয়ে গাই

বাংলা ছাড়া মনের মতো

ভাষা কোথাও নাই।

সকল শহিদ স্মরণ করি

ফেব্রুয়ারি এলেই

ইতিহাসের পাতা উল্টাই

একটু সুযোগ পেলেই।

একুশের দিন আন্দোলনের

ছবিগুলো আঁকি

একুশের দিন শহিদ মিনার

ফুলে ফুলে ঢাকি।

একুশের দিন বিশাল বিশাল

কর্মসূচি করি

একুশের দিন শোক প্রকাশে

শোকের প্রতীক পরি।

একুশের দিন কেউ বা বলি

রক্তে কেনা ভাষা

কেউ বা বলি বাংলা আমার

প্রাণের ভালোবাসা।

কেউ বা বলি বাংলা আমার

মায়ের মুখের ভাষা

কেউ বা বলি বাংলা আমার

মধুর শব্দে ঠাসা।

বাংলা ভাষা কেমন আছে

জানতে যদি চাই

তখন শুধু আমতা-আমতা

শব্দ শুনতে পাই!

প্রাণের ভাষা ভুল কেন হয়

কথায় এবং খাতায়?

উত্তর আসে কঠিন ভাষা

ঢুকতে চায় না মাথায়!

কাচারীপাড়া, জজকোর্ট পাবনা।

Exit mobile version