Site icon গল্প

যুদ্ধ চালাও কলমযোদ্ধা

আসাদুজ্জামান খান মুকুল 
যুদ্ধ চালাও কলম যোদ্ধা 

যেথা অন্যায় ছল,

ঝড় তুলে দাও

অসন্তোষের দক্ষ বীরের দল।

কাব্যধারার অগ্নিশিখায় পোড়ো

শয়তান চেলা, ছারখার করো ভণ্ডামি

আর ভাওতাবাজির খেলা!

উৎপীড়কের দহন জ্বালায়

যেথায় মানুষ কাঁদে,

প্রলয় নৃত্য উঠাও সেথায় 

ফেলতে পীড়ক ফাঁদে!

তপ্ত লেখায় হোকনা ধরায়

ধর্ষকের মান হানি,

বজ্রের ন্যায়ে আঘাতটা

তার মৃত্যুকে দিক্ আনি!

তরুণ লেখক কলমযোদ্ধা 

চালাও সবাই অসি,

জালিম শাহের তামাম প্রাসাদ 

যাক না লেখায় ধ্বসি!

তোমরা লেখক জাগ্রত প্রাণ

সদা নির্ভীক বীর !

ন্যায়ের পক্ষে উড়াও ঝাণ্ডা 

ঊর্ধ্বে উঁচিয়ে শির!

নান্দাইল, ময়মনসিংহ বিভাগ – ময়মনসিংহ।

Exit mobile version