Site icon গল্প

সোনার মেয়েরা

সাঈদুর রহমান লিটন 

অনেক কষ্টের মধ্যে একটু সুখ সাফ

কী খেলা খেলল তারা ওরে বাপরে বাপ।

এমন করেই  হত যদি সারাক্ষণ 

কর্পূর হয়ে যায় উড়ে দুঃখ ভরা মন।

এমন করে খেলা খেলে দিও একটু সুখ,

সুখের আশায় পেতে থাকি পুড়া একটা বুক।

জানোই তো তোমরা আমরা একটুও ভাল নেই

নেশার ঘোরে চলছি যেন হারিয়েছি খেই।

তোমরা শুধু নওকো মেয়ে হীরে মানিক মুক্তো

এই দেশটারে সুখ সাগরে করে দিছো যুক্ত।

এমনি করে যাও এগিয়ে দেশের ধরো হাল,

বালামুসিবত দূর হয়ে যাক সুখী হোক চিরকাল। 

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা 

উপজেলাঃমধুখালী, জেলাঃ ফরিদপুর 

Exit mobile version