Site icon গল্প

কাস্তে-কুলার বিজ্ঞানী

হেমন্তের নিমন্ত্রণ এসেছে নবান্নের ঘ্রাণে

কৃষকের কাস্তে আর কৃষাণীর কুলার কারুকাজে।

শিশিরে মুক্তো খোঁজে কবিকুল

কবিতার চরণে চরণে সুবাস ছড়ায়

শিশির সিক্ত শেফালি ফুল।

যে কবির আঙুলের ছোঁয়ায় 

ধূসর জমিন হয়ে যায় সোনার খনি

নোবেল বিজয়ী কবিরাও আজ 

তার কাছে ঋণী।

পাথর সোনা হয় যে আল কিমিয়ার জ্ঞানে

কাস্তে-কুলার বিজ্ঞানীরাও সে রসায়ন জানে।

ছড়াকার: নবী হোসেন নবীন , গ্রাম-বাঁশিল,ডাকঘর-কাঠালী

উপজেলা-ভালুকা,ময়মনসিংহ

Exit mobile version